পত্রিকায় লেখা পাঠানোর আগে কিছু বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা দরকার:

নতুন লেখকদের জন্য প্রয়োজনীয় টিপস

by protibimbo
০ মন্তব্য ৩৮৩ বার পড়া হয়েছে

কীভাবে পত্রিকায় লেখা পাঠাবো

লেখালেখিতে অনেকেরই আগ্রহ আছে, ভালোবাসা আছে। অনেকের লেখা পত্রিকাতে ছাপাও হয় আবার অনেকে আছে যারা জানেই না লেখা কিভাবে পত্রিকাতে পাঠাতে হয়। এছাড়াও যারা জানে লেখালেখি বিষয়ে, তাদের কাছে প্রশ্ন করলে অধিকাংশই উত্তর দিতে চায় না। সে ক্ষেত্রে নবীনদের কিংবা যারা জানতে আগ্রহী তাদের কাছে বিষয়টি অজানাই থেকে যায়। পত্রিকার বিভাগীয় সম্পাদকদের পক্ষ থেকে সে সব প্রশ্ন একসাথে করে উত্তর দিতে চেষ্টা করছি। কারণ লেখা ছাপা হওয়া না হওয়া নিয়ে সব থেকে বেশি দোষারোপ করা হয় সম্পাদকদের।
প্রশ্ন: পত্রিকায় লেখা কীভাবে পাঠালে ছাপাতে পারে।
উত্তর: কম্পিউটার কম্পোজ করে, ইমেইলে অথবা কুরিয়ারে/সরাসরি পত্রিকা অফিসে গিয়ে লেখা জমা দেওয়া যায়। ইমেইলে লেখা পাঠালে অবশ্যই সেটা ওয়ার্ড ফাইলে ইমেইলে ফাইল এটাচ করে পাঠাতে হবে। ইমেইলের টেক্সট এরিয়াতে লেখা পাঠানো ঠিক না। টেক্সট এরিয়াতে লেখার বিষয় উল্লেখ করলে সম্পাদক সহজে বুঝতে পারেন লেখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

প্রশ্ন: ইমেইল ঠিকানা পাবো কোথায়?
উত্তর: অনেক গ্রুপ ও পত্রিকার অনলাইনে এমনকি ইপাপেরে ইমেইল পাবেন। সম্ভব না হলে লেখক যেহেতু হতে চান সেহেতু নিজেকেই একটু পরিশ্রম করতে হবে। কয়েকটি পত্রিকা ফলো করুন ইমেইল ঠিকানা পত্রিকার নির্দিষ্ট পাতার উপরের দিকে দেওয়া থাকে। দু’একটা পত্রিকা ছাড়া সবার ক্ষেত্রেই ইমেইল উল্লেখ থাকে।
প্রশ্ন: কি বিষয়ে লিখবো?
নিজের দক্ষতা অনুযায়ী লেখা অভ্যাস করুন। তারপরে সিদ্ধান্ত নিন কোন বিষয় নিয়ে কোন পত্রিকায় লিখবেন, তারপর এক সপ্তাহ সেই পত্রিকা ফলো করুন পত্রিকার মতিগতি বুঝতে পারলে সেই অনুযায়ী কাজ করুন।

প্রশ্ন: কম্পোজ করলে সুতুনী এমজে ফন্টেই হতে হবে, নাকি অন্য ফন্ট হলেও চলবে?
উত্তর: সুতুনী এমজে ফন্টে বিজয় দিয়ে লিখলেই ভালো হয়। অভ্র দিয়ে লিখলেও কোন অসুবিধা নেই।
প্রশ্ন: লেখা পাঠানোর কত দিনের মধ্যে ছাপা হবে?
উত্তর: এটা অনেক কিছুর উপর নির্ভর করে। সাধারণত তিন থেকে তিন মাস পর্যন্ত সময় নিতে পারে। মানে কোন কোন পত্রিকা লেখা জমা হওয়ার তিন মাসের মধ্যে লেখা ছাপতে পারে।
প্রশ্ন: লেখা ছাপা হলে পত্রিকা থেকে জানানো হবে কি না?
উত্তর: কিছু কিছু পত্রিকা ছাড়া কেউ লেখা ছাপা হলে জানায় না বরং নিজ থেকে জেনে নিতে হয়। মানে পত্রিকা নিয়মিত চেক করতে হয়। তবে যারা খ্যাতিমান লেখক তাদের লেখা ছাপা হলে জানিয়ে দেওয়া হয়। আবার খ্যাতিমান না হলেও কোন পত্রিকার নির্দিষ্ট বিভাগে দীর্ঘদিন লিখলে তাদেরকে অনেক সময় জানিয়ে দেয়।
প্রশ্ন: লেখার নিচে লেখক পরিচিতি কিভাবে দিতে হয়?
উত্তর: পত্রিকায় লেখা ছাপা হলে নিচে লেখকের সংক্ষিপ্ত পরিচিতি থাকে। মুলত পত্রিকা থেকেই ওটা দিয়ে থাকে। তবে আপনার দায়িত্ব হলো লেখার একদম নিচে আপনি কি করেন,কোথায় পড়াশোনা করেন, আপনার মোবাইল নাম্বারসহ সেটা লিখে দিবেন।
প্রশ্ন: একই লেখা কি একাধিক পত্রিকায় পাঠানো যাবে?
উত্তর: না পাঠানো যাবে না। অনেক সম্পাদক নিষেধ করেন। কারণ এতে অনেক সমস্যা হয়। যদি কোনো একটি পত্রিকায় একই লেখা ছাপা হওয়ার পর সেটা না জানা থাকার কারণে অন্য পত্রিকা ছাপে এবং পরে বুঝতে পারে যে লেখাটা অন্য পত্রিকাতেও ছেপেছে আগেই তখন ওই দ্বিতীয় পত্রিকা আপনার লেখা আর ছাপাবে না। তবে বড় লেখকদের লেখা একই দিন একাধিক পত্রিকাতে ছাপাতে পারে।
প্রশ্ন: লেখা ছাপাতে টাকা লাগে কি না?
উত্তর: না লেখা ছাপাতে কোনো টাকা লাগে না। বরং ক্ষেত্র বিশেষে লেখার সম্মানী পাওয়া যায়।
প্রশ্ন: হাতে লিখে পাঠালে সেই লেখা ছাপানো হয় নাকি ফেলে দেওয়া হয়?
উত্তর: মানসম্মত হলে অবশ্যই ছাপানো হয় তবে শর্ত হলো এফোর সাইজের কাগজে দুই দিকে মার্জিন রেখে কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে।
প্রশ্ন: একটি লেখার জন্য কত সম্মানী দেওয়া হয়?
উত্তর: এটা নির্ভর করে অনেক কিছুর উপর। ২৫০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা বা তার বেশিও হতে পারে।
প্রশ্ন: পত্রিকায় লেখা ছাপালে সেটা আবার কালেক্ট করে নিজের ওয়ালে পোস্ট দিলে কোনো সমস্যা হয় কিনা।
উত্তর: না। বরং আপনার লেখক সত্তা বিকাশে ভূমিকা রাখবে। ভুল ত্রুটি সংশোধের সুযোগ পাবে। পাঠকের মনোবৃত্তি জানা যায়।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs