নীরবতা-মৃত্যুর চেয়েও গভীরতা
জামান মনির
ইরান আর পাকিস্তান দুই’টি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র
গাজা রাফা’হ ফিলিস্তিন রক্ষার্থে ফাটায়নি একটি বোমা,
কাঁদছে ফিলিস্তিন কাশ্মীর উইঘুর আরাকানের মুসলিম!
কিছু কিছু নীরবতায় আছে মৃত্যুর চেয়েও ঢের গভীরতা।
নীল নদের পানি আফ্রিকার মরুতে প্রাণ সঞ্চার করলেও
গাজার শিশুরা তৃষ্ণায় কেঁদে মৃত্যুর কোলে ঢলে পড়েছে,
সে-ই আর্তনাদ শুনে মিশরের কি কিছুই করার ছিলো না!
কিছু কিছু নীরবতায় আছে মৃত্যুর চেয়েও ঢের গভীরতা।
সৌদি আরব, আরব আমিরাত তেলের উপর ভাসছে
গাজা ফিলিস্তিনে এ্যাম্বুলেন্স প্যাট্রোলহীন পড়ে আছে,
পশ্চাত্যের বিমান উড়ায়ে তারা বিলাসী জীবনযাপনে!
কিছু কিছু নীরবতায় আছে মৃত্যুর চেয়েও ঢের গভীরতা।
তুরস্কের প্রতি উম্মাহ্’র আশা-আকাঙ্ক্ষা ছিলো অগাধ
খাদ্য পথ্য কিংবা সামরিক সহযোগিতার হাতটি গুটিয়ে
ব্যর্থ কুটনৈতিক কলাকৌশলের ঘোরপ্যাঁচে আবদ্ধ হলে!
কিছু কিছু নীরবতায় আছে মৃত্যুর চেয়েও ঢের গভীরতা।
ওআইসি, জাতিসংঘ সময় ক্ষেপণে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে
আমেরিকার মদদে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ফিলিস্তিনি মরে,
ফিলিস্তিনের তরে বলেনি কোন কথা ইইউ ন্যাটো সদস্যরা!
কিছু কিছু নীরবতায় আছে মৃত্যুর চেয়েও ঢের গভীরতা।
সবাই মুক বধির অন্ধ হলেও তুমি জাগ্রত হে প্রভু দয়াময়
মজলুমের পক্ষে তুমিই একমাত্র ত্রাণকর্তা,এ বিশ্বাস মনে-
ফেরাউন নমরুদের মতো নিশ্চিহ্ন করো ইহুদিদের মসনদ।
কিছু কিছু নীরবতায় আছে মৃত্যুর চেয়েও ঢের গভীরতা।
……………………………
০৬/০৪/২০২৫@যশোর