নির্মাতা রায়হান রাফীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ একরামুলের স্ত্রী

বিনোদন

by protibimbo
০ মন্তব্য ২৪ বার পড়া হয়েছে

সম্প্রতি ওয়েব ফিল্ম ‘আমলনামা’র স্ত্রিমিং শুরু হয়েছে। ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এটি মুক্তির আগে রাফ জানিয়েছেন সত্য ঘটনা অবলম্বনে এটি বানিয়েছেন তিনি। ‘আমলনামা’ প্রচারের পর থেকেই আলোচনা চলছে নেটদুনিয়ায়। এবার রাফীর ওয়েব ফিল্মটি নিয়ে কথা বলছেন ২০১৮ সালে র‍্যাবের ক্রসফায়ারে টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম। ‘আমলনামার’ সূত্র ধরে রায়হান রাফীর বিরুদ্ধে অভিযোগ আনলেন তিনি।

আয়েশা বেগম রোববার (১৬ মার্চ) সকালে ফেসবুকে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন। ওই পোস্টে তিনি তার স্বামী একরামুল হকের বিষয়টি তুলে ধরে বলেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মত করে  কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোন প্রকার মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।’

তিনি রায়হান রাফীকে উদ্দেশে আরও বলেন, ‘রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলবো এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’

এরপর আয়েশা সেই পোস্টে একটি সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, ‘প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ  করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনোরকম মাদকদ্রব্য ও  অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনা একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই, এই কথাটি সবার সামনে বলার জন্য।’

banner

আয়েশা বেগমের পোস্টটি নজরে আসে রাফীর। নির্মাতা তার বক্তব্য তুলে ধরে রোববার (১৬ মার্চ)  ফেসবুকে পোস্টে বলেন, ‘আমলনামা’ কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ নয়, এটা সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি ‘আমলনামা’ অনেকগুলো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি ফিকশন। প্রত্যেক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সিনেমা।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs