নববর্ষের দিন বন্ধ থাকবে যেসব মেট্রো স্টেশন

জাতীয়

by protibimbo
০ মন্তব্য ৫২ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলের শাহবাগ ও টিএসসি স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। 

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে।

উল্লেখ্য, চারুকলা অনুষদ প্রতিবছর পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে থাকে, যা ২০১৬ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে। এবারের শোভাযাত্রাও একইভাবে বর্ণিল সাজে রাজধানীবাসীকে উৎসবমুখর পরিবেশ উপহার দেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ডিন ও উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং শোভাযাত্রা উপকমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs