নতুন বিতর্কে সঙ্গীতশিল্পী নেহা কক্কর

বলিউড মিউজিক

by protibimbo
০ মন্তব্য ১৪৭ বার পড়া হয়েছে

নতুন বিতর্কে সঙ্গীতশিল্পী নেহা কক্কর

বলিউড মিউজিকে এসময়ের অন্যতম পরিচিত নাম নেহা কক্কর। ভারতীয় শীর্ষ সঙ্গীতশিল্পীদের মধ্যে অন্যতম ধরা হয় তাকে। ইন্ড্রাস্ট্রিকে বেশ ভালো কাজ দিয়েছেনও তিনি। তবে গত কয়েক বছর ধরে জনপ্রিয় যেন ঝেঁকে বসেছে তারকার মাথায়। নানা কারণে নানা সময়ে বিতর্কে জড়িয়ে পড়েন নেহা বা তার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা। সম্প্রতি দেশের বাইরেরেএক কনসার্টের জের ধরে ফের বিতর্কে জড়িয়েছেন তিনি।

মাসখানেক আগে নেহা কক্কর অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি অনুষ্ঠানে যান। সেখানে তাকে নিয়ে বিস্তর বিতর্ক হয়। প্রায় তিন ঘণ্টা দেরিতে গাইতে ওঠেন। দর্শকদের মধ্যে গায়িকাকে নিয়ে ক্ষোভও তৈরি হয় সেসময়। যদিও মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন গায়িকা। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন, অনুষ্ঠানের উদ্যোক্তাদের অব্যবস্থাপনার কারণে এতটা দেরি হয়। যদিও এ বার উদ্যোক্তারা পাল্টা দাবি করলেন গায়িকার বিরুদ্ধে। আয়োজকদের দোষে নয়, বরং দর্শকসংখ্যা কম বলেই দেরিতে মঞ্চে ওঠেন নেহা।

আয়োজক বিক্রম সিং রন্ধাওয়ার দাবি, নেহা দর্শক সংখ্যা দেখে বলেছিলেন, ‘শুধু ৭০০ জন? এই জায়গাটা না ভরা পর্যন্ত আমি পারফর্ম করব না।’ তিনি আরও বলেন প্রোডাকশনের সেই আয়োজনে কোনো ঘাটতি ছিল না। যে অভিযোগগুলো নেহা তুলেছেন, সেগুলোর বাস্তব ভিত্তি নেই এবং সেই প্রমাণ তাদের কাছে আছে। আয়োজকদের এমন বক্তব্যের পর আবারও এই গায়িকাকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

banner

কিছুদিন আগে কনসার্টের একটি ভিডিও ভাইরাল হয়। তারপর নেহা আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা, পারিশ্রমিক না দেওয়া এবং অনভিপ্রেত আচরণের অভিযোগ তোলেন। নেহার এবং তার ব্যান্ড সদস্যদের খাবার ও পানির ব্যবস্থা করেননি বলে জানানো হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘যেখানে শিল্পীকে সম্মান দেওয়ার কথা, সেখানে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।’

তবে ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজক দলের সদস্য বিক্রম সিং রন্ধাওয়া এবার মুখ খুলেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নেহা কক্কর অনুষ্ঠানে সময়মতো আসেননি। কনসার্ট শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, কিন্তু তিনি হাজির হন রাত ১০টায়। এতে করে ৭০০ জনের বেশি দর্শক ক্ষুব্ধ হয়ে পড়েন। কারণ তারা ৩০০ অস্ট্রেলিয়ান ডলার দিয়ে টিকিট কেটেছিলেন।’

তিনি আরও বলেন, ‘নেহাকে তার পারিশ্রমিক পূর্ণমাত্রায় কনসার্টের আগেই দেওয়া হয়েছিল। তার চাহিদা অনুযায়ী বিলাসবহুল আবাসনের ব্যবস্থাও করা হয়েছিল।’ তিনি দাবি করেন, অনুষ্ঠানে দর্শক সংখ্যা দেখে নেহা পারফর্ম করতে অস্বীকৃতি জানান।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs