৫১
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে দুর্ঘটনার পর একটি বিলাসবহুল বাসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে অন্তত ৪৩ জন যাত্রী ছিলেন। কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বাসটি মধ্যরাতে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে এবং রাত সাড়ে ৩টার দিকে জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয়।
পুলিশের ধারণা, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।
এনডিটিভির সাথে আলাপোলে কুর্নুলের কালেক্টর ড. এ সিরি বলেন, দুর্ঘটনার সময় তার ছিঁড়ে যাওয়ার কারণে বাসটির দরজা জ্যাম বা আটকে যায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যেই বাসটি আগুনে পুড়ে যায়।
কুর্নুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে বলেন, ‘রাত ৩টার দিকে কাবেরী ট্রাভেলসের একটি বাস হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে আটকে যায়। সম্ভবত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।’
যাত্রী তালিকা অনুযায়ী, বাসটিতে চালক এবং বাস কর্মীসহ কমপক্ষে ৪০ জন ছিলেন। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলেন এবং এ কারণে তাদের অনেকে আগুন থেকে বেরিয়ে আসতে পারেননি বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদন অনুসারে, উদ্ধার করা বা জানালা ভেঙে বের হতে পারা ২৩ জন যাত্রীর মধ্যে ১৫ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাস থেকে লাফিয়ে পড়ার কারণে তাদের বেশিরভাগই আহত হয়েছেন।
আর এই অগ্নিকাণ্ডে ১৯ জন মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে তারতম্য রয়েছে।
এদিকে, এ দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এরইমধ্যে শোক জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা।
