ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে ঢাবি উপাচার্য
মাসুদুর রহমান
সভায় উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই উপ উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টররা উপস্থিত আছেন।
সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হচ্ছে। চলমান সংকট নিরসনে সভা থেকে যৌক্তিক সীদ্ধান্ত আসতে পারে।
এদিকে, গতকালের সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকা সোমবার সকাল থেকেই ফাঁকা। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো কর্মসূচিও ঘোষণা করা হয়নি। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে শিক্ষার্থীরাও চায় এ পরিস্থিতির যৌক্তিক সমাধান।