ড. ইউনূ‌সের যুক্তরাজ্য সফর নিয়ে সন্তোষ প্রকাশ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

আন্তর্জাতিক

by protibimbo
০ মন্তব্য ৫১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চারদিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার এই সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “চলতি সপ্তাহে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।”

তিনি আরও বলেন, “অধ্যাপক ইউনূসের সফরসূচি দুই দেশের মধ্যে গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় পারস্পরিক প্রতিশ্রুতির প্রতিফলন।”

সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। নির্ধারিত সূচি অনুযায়ী তার সফর শেষে আগামী ১৪ জুন সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs