ডিএফইউ-এর ইফতার মাহফিল-২০২৫ অনুষ্ঠিত।

ঢাকা প্রতিনিধি:

by protibimbo
০ মন্তব্য ১৭১ বার পড়া হয়েছে

সম্প্রতি “ডেভেলপারস ফোরাম উত্তরা (ডিএফইউ)-এর সকল মেম্বার ও বৃহত্তর উত্তরার সকল ডেভেলপার ও সংশ্লিষ্ট কোম্পানীদেরকে নিয়ে ঢাকা, উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্ট-এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও করণীয় বিষয়ক আলোচনা পেশ করেন রিহ্যাব এর পরিচালক জনাব ডঃ হারুন অর রশিদ। এছাড়া ও অন্যান্য বক্তাগণ উক্ত অনুষ্ঠানের মাধ্যমে মুমীন জীবনের তাকওয়া অর্জনের আহ্বান জানান।

ডিএফইউ এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোঃ ওয়াহেদুজ্জামান, আরো বক্তব্য রাখেন রিহ্যাবের সম্মানিত পরিচালক সেলিম রাজা পিন্টু, ডিএফইউ এর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোবারক হোসেন। উক্ত মাহফিলে আরও উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক এ.এফ.এম ওবায়েদুল্লাহ, লাবিব বিল্লাহ, সুরুজ সরদার, কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবুর রহমান,অধ্যক্ষ মোঃ সালাহউদ্দীন,জয়নাল আবেদিন, মিরপুর রিয়েল এস্টেট ফোরামের সভাপতি, সেক্রেটারি ও নেতৃবৃন্দ,রিহ্যাবের সাবেক পরিচালক রাগীব আহসান, সুলতান মাহমুদ, রোটারিয়ান এমদাদ হোসেনসহ ডিএফইউ এর কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যগণ।

উক্ত মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিএফইউ এর অর্থ সম্পাদক জনাব সফিকুল ইসলাম বাদল, সঞ্চালনায় ছিলেন ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক জনাব আব্দুল্লাহ আল এহসান, ইসলামী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ কালচারাল একাডেমির শিল্পীগণ। ডিএফইউ এর সভাপতি জনাব ইব্রাহীম সরকার মাহফিলের সভাপতি হিসাবে সমাপনি বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষনা করেন।

banner

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs