ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক জয়শঙ্করের সঙ্গে!

International Desk:

by protibimbo
০ মন্তব্য ৭৬ বার পড়া হয়েছে

ট্রাম্প প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটনে এই বৈঠক হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন সরকারের আমন্ত্রণে দেশটিতে অবস্থান করছেন জয়শঙ্কর। সোমবার (২০ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প।

শীর্ষ আমেরিকান কূটনীতিক হিসেবে নতুন পররাষ্ট্রমন্ত্রীর সময়সূচী প্রকাশ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাথে পররাষ্ট্র দফতরে দেখা করছেন।’
 
মার্কো রুবিও ইন্দো-প্যাসিফিক কোয়াড পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা করেছেন বলেও জানানো হয়েছে। 
 
 
এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে চূড়ান্ত মনোনয়ন দেয় দেশটির সিনেট। 
 
স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথের দিনেই নতুন পররাষ্ট্রমন্ত্রী পদে রুবিওর নিয়োগ চূড়ান্ত হলো। এর মধ্য দিয়ে এই প্রথম লাতিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।
 
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কো রুবিও সর্বসম্মতভাবে ৯৯-০ ভোট পেয়ে এ পদের জন্য নিশ্চিত হয়েছেন।
 
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া মার্কো বলেন, ‘এ পদের জন্য নির্বাচিত হওয়ার নিশ্চিত খবরটি পেয়ে আমি ভালো অনুভব করছি। এটি আমার জন্য বিশাল সম্মানের বিষয়।’ 
 
 
মার্কো রুবিও এবারের  ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হলেন। 
 
ফ্লোরিডায় জন্ম নেয়া এই রাজনীতিবিদ যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যেমন চীন, রাশিয়া, ইরান ও কিউবার বিষয়ে শক্তিশালী পররাষ্ট্রনীতির সমর্থক। এছাড়া তিনি কট্টর ইসরাইলপন্থি হিসেবে পরিচিত।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs