টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত, বাংলাদেশেও কি তাই হবে।

বাংলাদেশেও তাই হোক, এটাই সময়ের দাবি।

by protibimbo
০ মন্তব্য ১৫৫ বার পড়া হয়েছে

টিকটক নিষিদ্ধে রায় দিলো মার্কিন আদালত, বাংলাদেশেও কি তাই হবে?

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। আইনটির অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে নাহলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসনের আরোপিত ওই আইনটিকে চ্যালেঞ্জ করেছিল টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে তাদের আপিল খারিজ করে মার্কিন বিচারপতিরা জানিয়েছেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।

বিবিসি জানিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। দেশটির প্রায় অর্ধেক মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে আসছিলেন।

banner

যুক্তরাষ্ট্র সরকারের মতে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা আরও দাবি করে, চীন গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে।

বাংলাদেশেও তাই হোক, এটাই সময়ের দাবি।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs