জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, খালেদা জিয়া, তারেক রহমানসহ সব আসামি খালাস
দীর্ঘ ১৪ বছর ধরে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্ট ও বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে। সব শেষ মামলা হিসেবে জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট মামলাতেও খালাস পেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কোনো মামলায় দন্ডাদেশ থাকল না। তারেক রহমানের বিরুদ্ধেও আর কোনো মামলায় দন্ড থাকল না। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ বুধবার এ রায় দেন। আপিল বিভাগ তার পর্যবেক্ষণ বলেছেন, এই মামলার বিচারের প্রক্রিয়া ছিল বিদ্বেষপূর্ণ। ঐতিহাসিক এ রায়ে আদালত খালেদা জিয়ার সম্মানহানি ও তাকে হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করেন। এ কারণে আপিলকারী এবং যারা আপিল করেনি সকলকে খালাস দেওয়া হলো। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, সকল আপিল এই বিভাগের (আপিল বিভাগ) সর্বসম্মত সিদ্ধান্ত দ্বারা মঞ্জুর করা হলো। সে অনুসারে হাইকোর্ট বিভাগ এবং ট্রায়াল কোর্ট উভয়ের রায় বাতিল করা হলো। সকল আপিলকারী তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে দোষী সাব্যস্ত না হয়ে তাদের সম্পূর্ণভাবে খালাস দেওয়া হলো। এই রায় অন্যান্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা কোনো আপিল করেননি।