জাতীয় চলচ্চিত্র সম্মেলন-২০২৫
বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের অগ্রগতি এবং উন্নয়নে একত্রে কাজ করার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চলচ্চিত্র শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ আগামী ২৯ জানুয়ারি আয়োজন করছে ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ স্লোগানে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন- ২০২৫’। এ আয়োজনটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।