জাতীয়তাবাদী লেখক ফোরামের আলোচনা সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধি করতে ঐক্যমত পোষণ

দেশজুড়ে

by protibimbo
০ মন্তব্য ৩৯ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধি করাসহ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত:

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভায় আদর্শিক ঐক্য বৃদ্ধিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংগঠনটিকে নিজস্ব স্বকীয়তা অর্থাৎ জাতীয়তাবাদী চেতনায় এগিয়ে নেয়া, দেশব্যাপী সাংগঠনিক শক্তি বৃদ্ধি , পাক্ষিক সাহিত্য সভা ও শরতকালীণ কবিতা উৎসব আয়োজন, মাসিক সাহিত্য সাময়িকী এবং অনলাইন সাহিত্য পত্রিকা প্রকাশ।
ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কবি ও সম্পাদক রাজ মাসুদ ফরহাদ। সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় মোট ৩৮ জন কবি ও লেখক বক্তব্য রাখেন। যারা বক্তব্য রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য, সংগঠনের সহসভাপতি বিশিষ্ট লেখক জামাল উদ্দিন জামাল, সহসভাপতি বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল, বিশিষ্ট সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন বারী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. আলো আরজুমান্দ বানু, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক কবি শান্তা মারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য শাওন আজগর, জেসমিন দীপা, আবুল খায়ের, হাসান কামরুল, মোহাম্মদ কুতুবউদ্দিন, শাহিন রিজভী, রি হোসাইন , দিপাশ আনোয়ার, শাওন আশরাফ, জালাল খান ইউসুফী, রবিউল মাশরাফি , আলম বাঙ্গালী, এটিএম ফারুক আহমেদ, এম এম শাহানুর, জোসেফ জাহাঙ্গীর, আলমগীর সরকার লিটন, নুরুল হোসেন কাইয়ুম, খালেদা সরদার, নিয়াজ আহম্মেদ, সরকার হুমায়ুন, আতিকুজ্জামান খান, পায়সার আলী, সালাহউদ্দিন তুহিন, পরিমল বন্ধু বসাক, জাবেদ পাটোয়ারী, মতিউর রহমান, শোভা চৌধুরী, আবিদ আনোয়ার খান, ইসলাম উদ্দিন, মোহাম্মদ আজিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, লেখক ফোরামের যাত্রা একটি আদর্শের যাত্রা। এ যাত্রায় যারা সাথী হবেন তারা নিশ্চিত ভাবে একটি পরিবারে পরিণত হবেন। যে পরিবারের বন্ধন আমৃত্যু অটুট থাকবে।
সাধারণ সম্পাদক কবি ড. শহিদ আজাদ বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত চলছে। এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে।
বিশেষ অতিথি কবি রাজ মাসুদ ফরহাদ লেখক ফোরামের সাথে যুক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, লন্ডনে সংগঠনের দায়িত্ব তিনি নিজ কাঁধে তুলে নেবেন। তিনি বলেন, আগামী একমাসের মধ্যে জাতীয়তাবাদী লেখক ফোরামের ইউকে শাখা গঠিত হবে।
অনুষ্ঠানে প্রবাসী কবি রাজ মাসুদ জাতীয়তাবাদী লেখক ফোরামের সদস্য ফরম ক্রয়ের মাধ্যমে সদস্য ফরম বিক্রয়ের কর্মসূচি উদ্বোধন করেন।

বার্তা প্রেরক
সৈয়দ জাহিদ হোসেন
দপ্তর সম্পাদক

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs