ঘোষণা করা হয়েছে ‘জাতীয়তাবাদী লেখক ফোরাম’-এর পূর্ণাঙ্গ কমিটি
গতকাল ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার জাতীয়তাবাদী লেখক ফোরামের নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি ও সাংবাদিক শাহীন রেজা এবং সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. অধ্যাপক শহিদ আজাদ নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা-
সভাপতি: শাহীন রেজা।
সহ সভাপতি: নাসরীন নঈম, ফেরদৌস সালাম, শামীমা চৌধুরী, জামাল উদ্দিন জামাল, শাহীন চৌধুরী, জামাল উদ্দিন বারী, কামরুজ্জামান, জামসেদ ওয়াজেদ, মনসুর আজিজ, এ বি এম সোহেল রশীদ, আতিক হেলাল, ক্যামেলিয়া আহমেদ।
সাধারণ সম্পাদক: ড. শহিদ আজাদ।
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মিতা আলী, আবু হেনা আব্দুল আউয়াল, ফরিদ ভূইঁয়া, কাজী রহিম শাহরিয়ার, সৈয়দ রনো, আদিত্য নজরুল, আবিদ আজম, আবীর বাঙ্গালী, রুনা আক্তার স্বপ্না।
সাংগঠনিক সম্পাদক: মোসলেহ উদ্দিন।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক: জালাল খান ইউসুফী, মুস্তফা হাবীব, গাজী গিয়াস উদ্দিন, ফারুক জাহাঙ্গীর, সিকান্দার কবীর, আনসার উদ্দিন ভূইঁয়া, তানভীর জাহান চৌধুরী, জেসমিন দীপা, দেলোয়ার হোসেন, সাহেদ বিপ্লব।
দপ্তর সম্পাদক: সৈয়দ জাহিদ মাহমুদ। যুগ্ম দপ্তর সম্পাদক: নূরুল আবছার। প্রচার সম্পাদক: উমর ফারুক। যুগ্ম প্রচার সম্পাদক: জাবেদ পাটোয়ারী। যোগাযোগ ও মিডিয়া সম্পাদক: নুরুল হোসেন কাইয়ুম। যুগ্ম যোগাযোগ ও মিডিয়া সম্পাদক: রাজু আহমেদ। অর্থ সম্পাদক: জুলফিকার আলী। যুগ্ম অর্থ সম্পাদক: জাফর আলম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শান্তা মারিয়া। যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সাবিত সারওয়ার। প্রকাশনা সম্পাদক: মঈন মুরসালিন। যুগ্ম প্রকাশনা সম্পাদক: আবুল খায়ের। তথ্য সম্পাদক: এনামুল কবীর রূপম। যুগ্ম তথ্য সম্পাদক: মাহমুদুন নবী জ্যোতি। গবেষণা সম্পাদক: পলি রহমান। যুগ্ম গবেষনা সম্পাদক: শারমিন আহমেদ, নিয়াজ মাহমুদ। ধর্ম বিষয়ক সম্পাদক: কুতুব উদ্দিন। যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক: জহুরুল হক বিপ্লব। সাংস্কৃতিক সম্পাদকঃ শাওন আশরাফ। যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক: বিপাশ আনোয়ার ও দীপাস আনোয়ার। আপ্যায়ন সম্পাদক: খালেদা সরদার। যুগ্ম আপ্যায়ন সম্পাদক: আলমগীর সরকার লিটন।
আবৃত্তি বিষয়ক সম্পাদক: আলম বাঙ্গালী। যুগ্ম আবৃত্তি বিষয়ক সম্পাদকঃ আব্দুল্লাহ আল মামুন। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা. এজাজ আলী। যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ডা. মোহসিনা। শিক্ষা বিষয়ক সম্পাদক: অধ্যাপক ড. শহীদুল জাহিদ। যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক: অধ্যাপক ড. আলী কাউসার। আইন বিষয়ক সম্পাদক: এ্যাডভোকেট ইকবাল সেলিম। যুগ্ম আইন বিষয়ক সম্পাদক: এ্যাডভোকেট মাকসুদুল হাসান সবুজ। আইটি সম্পাদক: অধ্যাপক রুমানা পারভীন। যুগ্ম আইটি সম্পাদক: মঞ্জুর ইসলাম। শৃঙ্খলা বিষয়ক সম্পাদক: হাসান কামরুল। যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদক: এম এম শাহানূর। সমাজ কল্যাণ সম্পাদক: মো. আবু তাহের। যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক: কবিপ্রাণ সঞ্চয় কবীর। পরিকল্পনা সম্পাদক: জাকির হোসেন। যুগ্ম পরিকল্পনা সম্পাদক: জহিরুল হক বিপ্লব।
গণসংযোগ সম্পাদক: মাহবুব শওকত। যুগ্ম গণসংযোগ সম্পাদকঃ মালেক মাহমুদ। মহিলা বিষয়ক সম্পাদক: পারভীন শাহনাজ। যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক: নাসরিন ইসলাম ও আফিয়া রুবি। শিল্প বিষয়ক সম্পাদকঃ রি হোসাইন। যুগ্ম শিল্প বিষয়ক সম্পাদক: ইলোরা সোমা। পাঠাগার বিষয়ক সম্পাদক: সরদার আব্বাস উদ্দিন। যুগ্ম পাঠাগার বিষয়ক সম্পাদক: মুক্তা পারভীন।
কার্যকরী সদস্য:
১) আসাদুল করিম শাহীন ২) কামার ফরিদ ৩) রহিমা আক্তার কল্পনা ৪) মির্জা আমিন আহমেদ ৫) সরকার হুমায়ুন ৬) কামরুল হাসান দর্পন ৭) শাহীন রিজভী।