জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্যাম্পাস

by protibimbo
০ মন্তব্য ৭৪ বার পড়া হয়েছে

জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গত ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, নারায়ণগঞ্জের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ যেন এক অপরূপ বর্ণিল রূপে সেজে ওঠে। সর্বত্র যেন আনন্দ আর আনন্দ। জলসিঁড়ি যেন আনন্দে নেচে উঠেছে। সর্বত্র বয়ে চলেছে খুশি ও আনন্দের বন্যা। কেননা আজ জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে চলছে ‘আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’।

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেন এক মিলনমেলায় পরিণত হয়েছে। সব শ্রেণির শিক্ষার্থীরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, একই সাম্যের ছায়াতলে, একই আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়সংকল্পে আবদ্ধ হয়েছে। সব বাধা–বিপত্তিকে অতিক্রম করে এ যেন ভবিষ্যতের জন্য সুবাতাস নিয়ে এসেছে। একজন শিক্ষক, একজন অভিভাবক ও একজন দেশপ্রেমিক হিসেবে আমরা তো এটাই চাই যে আমাদের সন্তানেরা যেন সত্যিকার অর্থে শিক্ষিত হয় এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হয়ে বেড়ে ওঠে। কেননা আজকের এ কোমলমতি শিক্ষার্থীরাই জাতির গর্ব, আশা, স্বপ্ন ও ভরসার জায়গা। তাদের হাত ধরেই হয়তো আসবে নব নব উত্থান, অভ্যুত্থান ও বিজয়। তারাই আমাদের আগামীর ভবিষ্যৎ, জাতির বিবেক ও কর্ণধার।

জাতীয় জীবনে ক্রীড়া বা খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা স্কুল ও কলেজশিক্ষার্থীদের জীবনে অন্যতম একটি চাহিদা বা প্রক্রিয়া। খেলাধুলা জীবন গঠনে ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে বিশেষভাবে সাহায্য করে। জয়-পরাজয় খেলার মুখ্য উদ্দেশ্য নয়। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা জয়-পরাজয়কে মেনে নিতে শেখে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতেও শেখে। এই প্রতিযোগিতায় একসঙ্গে কাজ করার ফলে একে অপরকে বেশি করে জানার সুযোগ হয় এবং এতে বন্ধুত্ব আরও মজবুত হয়।

banner

প্রতিবেদক: শারমীন ইয়াসমিন, সহকারী শিক্ষক (বাংলা), জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs