বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৩০টি ভিন্ন ক্যাটাগরিতে ২১৪টি শূন্য পদে জনবল নিয়োগ দেবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ অক্টোবর ২০২৫ থেকে, এবং চলবে ৭ নভেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।
নিয়োগের বিস্তারিত
পদের সংখ্যা: ২১৪
ক্যাটাগরি: ৩০
প্রতিষ্ঠান: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)
পদ ও বেতন স্কেল (সংক্ষেপে)
১. সহকারী নৌ-প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান, ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার (ডিজেল) — ৩ পদ, বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
২. উপসহকারী প্রকৌশলী (তড়িৎ/পুর/যান্ত্রিক/মেরিন), এস্টিমেটর, তত্ত্বাবধায়ক প্রভৃতি পদ — ২৫ পদ, বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
৩. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, প্রশিক্ষক (ডেক/ইঞ্জিন) — ৩ পদ, বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
৪. কারিগরি সহকারী, কম্পিউটার অপারেটর, ডুবুরি — ১৪ পদ, বেতন: ১০,২০০–২৭,৩০০ টাকা
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নিম্নমান সহকারী, মেকানিক, ড্রাইভার — ৪২ পদ, বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
৬. লস্কর, শুল্ক প্রহরী, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, নাইট গার্ড, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্যান্য পদ — ১২৭ পদ, বেতন: ৮,২৫০–২০,৫৭০ টাকা
আবেদনের শর্তাবলি
প্রার্থীর বয়স ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
সকল প্রার্থীকে প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে।
আবেদনের নিয়ম
অনলাইনে আবেদন করতে হবে বিআইডব্লিউটিএর নির্ধারিত ওয়েবসাইটে।
আবেদন ফর্ম পূরণের সময় সঠিক তথ্য ও বৈধ নথি সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ নভেম্বর ২০২৫ বিকাল ৫টা।
বিস্তারিত তথ্য ও আবেদন লিংক পাওয়া যাবে বিআইডব্লিউটিএর অফিসিয়াল ওয়েবসাইটে।
ref. Collected: