৬১
সিরাজগঞ্জের সন্তান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জাহিদ হাসানের আজ জন্মদিন।
১৯৬৭ সালের ৪ অক্টোবর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নাটক, চলচ্চিত্র ও পরিচালনায় রেখেছেন সাফল্যের স্বাক্ষর।
স্কুলজীবন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত জাহিদ হাসান প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৮৪ সালে, আর বড় পর্দায় অভিষেক হয় ১৯৮৬ সালে বলবান চলচ্চিত্রে। নব্বইয়ের দশকে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেন বিশেষ খ্যাতি।
টেলিভিশন নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও সমানভাবে সফল। শ্রাবণ মেঘের দিন, মেড ইন বাংলাদেশ ও প্রজাপতি তাঁর অভিনীত আলোচিত চলচ্চিত্র। এ বছর কোরবানির ঈদে মুক্তি পাওয়া উৎসব ছবিতেও প্রশংসিত হন তিনি।
অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সমান দক্ষতা দেখিয়েছেন জাহিদ হাসান। তাঁর পরিচালিত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি, ঘুঘুর বাসা ও চোর কুটুরি।
ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌ-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাদের দুই সন্তান—পুস্পিতা ও পূর্ণ। পরিবার নিয়ে তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে বসবাস করছেন। এছাড়া তাঁর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে—পুস্পিতা প্রডাকশন লিমিটেড।