৪৫
ক্ষমতা
জয়নাল আবেদীন
কেউ ভাবছে ক্ষমতায় আছি
ভাবছে কেউ যাবো
যতদিন আমরা সুযোগ পাবো
লুটে পুটে খাবো।
জনগণ বলে পাবে না সুযোগ
যা করেছে আওয়ামীলীগ
তাইতো এখন পালিয়ে বেড়ায়
নেতা কর্মী দিগ্বিদিক।
অন্যায় অনিয়ম বন্ধ করার
রাস্তা গেছে খুলে
সামনে যারা আসবে ক্ষমতায়
ফ্যাসিস্ট হয় না ভুলে।
দেশজুড়ে প্রতিদিন বাড়ছে
যুব সমাজের ক্ষমতা
অতীত থেকে শিক্ষা নিয়ে
আনতে হবে সমতা।