চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার আটক

দেশজুড়ে

by protibimbo
০ মন্তব্য ৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) পৌনে ১১টার দিকে তাঁরা নগরীর টাইগারপাস এলাকার ওই কনভেনশন হলে আসলে বৈষম্য বিরোধী একদল ছাত্র-জনতা তাঁদের ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তাঁরা কনভেনশন হলের ভেতরে অবস্থান নেন। পরে থানা-পুলিশ আনোয়ারকে ও ডিবি পুলিশ সনিকে আটক করে নিয়ে যায়।

তবে সনিকে আটকের বিষয়ে কোনো তথ্য দেয়নি ডিবি পুলিশ। দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

banner

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs