গুগলের নতুন ফিচার ‘হেল্প মি শিডিউল’, কী আছে এতে?

বিজ্ঞান ও প্রযুক্তি

by protibimbo
০ মন্তব্য ৩৬ বার পড়া হয়েছে

‘হেল্প মি শিডিউল’ কী

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন একটি এআই ফিচার নিয়ে এসেছে গুগল। নাম ‘হেল্প মি শিডিউল’। জেমিনি এআই-চালিত এই ফিচারটির কল্যাণে ব্যবহারকারীরা গুগল ক্যালেন্ডারে মিটিং শিডিউল করার সুযোগ পাবেন। গতকাল মঙ্গলবার নতুন এই ফিচারটি চালু করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

‘হেল্প মি শিডিউল’ ফিচারটি ব্যবহার করে সহজেই দু’জন ব্যক্তি একেঅন্যের সাথে মিটিংয়ের সময়সূচী ঠিক করে নিতে পারবেন। জেমিনি এক্ষেত্রে ব্যবহারকারীর ক্যালেন্ডার থেকে ফাঁকা সময় খুঁজে বের করে তা ইমেইলের মাধ্যমে প্রাপককে জানিয়ে দেবে।

গুগল জানিয়েছে, আপাতত এই ফিচারটি কেবলমাত্র একজনের সাথে (ওয়ান-অন-ওয়ান) মিটিং শিডিউল করার জন্য ব্যবহার করা যাবে, একাধিক ব্যক্তি বা গ্রুপ মিটিংয়ের জন্য নয়।

banner

বাজারে ক্যালেন্ডলি, ডুডল, জুম-এর মতো বেশ কিছু টুল রয়েছে যেগুলো দিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিটিং শিডিউল করা যায়। এবারে গুগলও এ দলে যোগ দিল। গুগল বলছে, তাঁদের ‘হেল্প মি শিডিউল’ টুলটি ব্যবহারকারীকে মিটিংয়ের সম্ভাব্য ‘সময়’ প্রস্তাব (সাজেস্ট) করার ক্ষেত্রে জেমিনি এআই’র সহায়তায় ইমেইলের প্রেক্ষাপট বিশ্লেষণ করবে।

উদাহরণস্বরুপ ধরা যাক, একজন ব্যবহারকারী ইমেইলে লিখেছেন যে, তারা আগামী সপ্তাহে কোনো এক সময় ১ ঘন্টার একটি মিটিং করতে চান। এবার জেমিনি এআই অ্যাসিসট্যান্ট টুলটি গুগল ক্যালেন্ডারে ব্যবহারকারীর সময়সূচী বিশ্লেষণ করে আগামী সপ্তাহে ফাঁকা থাকা ১ ঘন্টার স্লটগুলো প্রস্তাব করবে।

উল্লেখ্য, গুগল ক্যালেন্ডারে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার ফিচার এর আগেও ছিল, তবে তা জিমেইলের সাথে সমন্বয় করা ছিল না। পাশাপাশি তাতে এআই প্রযুক্তিও ব্যবহার করা হয়নি।

যেভাবে ব্যবহার করা যাবে ‘হেল্প মি শিডিউল’ ফিচারটি
জিমেইলে ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে ইমেইল কম্পোজ স্ক্রিনের নীচে থাকা ‘হেল্প মি শিডিউল’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ক্যালেন্ডারে খালি থাকা সময় বা টাইমস্লটগুলোর একটি তালিকা দেখা যাবে। এবারে ব্যবহারকারী ‘এডিট’ বাটনে ক্লিক করে কিছু অপশন পরিবর্তন বা বাদ দিতে পারবেন।

এরপর এই টাইমস্লটগুলো ইমেইলের মাধ্যমে নির্দিষ্ট প্রাপককে পাঠিয়ে দেবেন ব্যবহারকারী। প্রাপক এই টাইমস্লটগুলো থেকে তার পছন্দের একটিকে নির্বাচন করলেই মিটিংয়ের আমন্ত্রণটি স্বয়ংক্রিয়ভাবে দু’জনের গুগল ক্যালেন্ডারেই যুক্ত হয়ে যাবে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs