গাজা যুদ্ধবিরতি ভেঙে দিলে ট্রাম্পের রোষানলে পড়বেন নেতানিয়াহু!

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার হুমকি

by protibimbo
০ মন্তব্য ১৩ বার পড়া হয়েছে

মার্কিন সমর্থিত হামাস ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত গাজা যুদ্ধবিরতি চুক্তি যদি তেল আবিব ভেঙে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের কঠোর পরিণতির মুখোমুখি হবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২৪ অক্টোবর) সূত্রের বরাত ইসরাইলি চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে বলে টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়।

ইসরাইলের হিব্রু ভাষার সংবাদমাধ্যম চ্যানেল ১২ তে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক সাংবাদিক বলেন, তাকে এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে, নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব সুক্ষ্ম রশিতে হাঁটছেন। যদি তিনি এটি অব্যাহত রাখেন, তাহলে গাজা যুদ্ধবিরতি চুক্তি নষ্ট করে ফেলবেন। এর ফলে তিনি ডনাল্ড ট্রাম্পের রোষানলে পড়তে পারেন।

ইসরাইলের পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরকে দেশটির সঙ্গে যুক্ত করতে একটি বিল অনুমোদনের পর ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মন্তব্য এল।
তিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার ইসরাইল সফর শেষ করেছেন। তেল আবিবে তার সফরের সময় নেসেটে পশ্চিম তীরকে সংযুক্তির বিল অনুমোদেনের খবর জানতে পেরে তিনি অবাহ হন।
তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘যদি এটি রাজনৈতিক নাটক হয়, তাহলে খুবই বোকামি। আমি ব্যক্তিগতভাবে এতে ক্ষুব্ধ।’
একজন ইসরাইলি কর্মকর্তা চ্যানেল ১২ কে বলেন, নেসেটে এ ধরনের পদক্ষেপ নেয়া হলে কঠোর প্রতিক্রিয়া হতে পারে নেতানিয়াহুকে এ নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ভোটগ্রহণ থামাতে কিছুই করেননি।
বুধবার ইসরাইলি পার্লাামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ-সংক্রান্ত দুটি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। ১২০ সদস্যের নেসেটে ২৫-২৪ ভোটে পাস হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি।
 
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতা সত্ত্বেও বিলটি পার্লামেন্টে তোলা হয়েছে। গত মাসে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পশ্চিম তীরকে ইসরাইলকে যুক্ত করতে দেবেন না’।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs