গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন

দেশজুড়ে

by protibimbo
০ মন্তব্য ২০৮ বার পড়া হয়েছে
কয়েকটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সংগঠনগুলো হচ্ছে প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ, স্বাধীন বাংলা সাহিত্যে পরিষদ ও ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কানন।
কবি ও বিশিষ্ট অভিনেতা এবিএম সোহেল রশিদ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও সম্পাদক শাহীন রেজা। কবি ও সংগঠক জাহিদ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি ও ছড়াকার আতিক হেলাল, প্রিয়জন সাহিত্য সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী মোসলেহ উদ্দিন, প্রাণের জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী, মো. বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক জহিরুল ইসলাম, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুম মুহতাদী, ইলোরা আন্তর্জাতিক সাহিত্য কাননের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলোরা সোমা, কবি ও উপস্থাপক রবিউল মাশরাফি প্রমুখ।
প্রধান অতিথি কবি শাহীন রেজা বলেন, গাজায় ইসরায়েলি নির্মমতায় বিশ্ববিবেক জাগ্রত হলেও কতিপয় মুসলিম দেশ এবং কয়েকটি চিহ্নিত রাষ্ট্রশক্তি আজ নিশ্চুপ। আমরা এর নিন্দা জানাই।
বক্তারা,  ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসী অভিযান ও
গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs