গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল), ময়মনসিংহ গণপূর্ত জোনের ড. মো. মঈনুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ অক্টোবর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জাননো হয়েছে, সরকার জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী ড. মো. মঈনুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
