কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নাম প্রস্তাব

কৃষি

by protibimbo
০ মন্তব্য ৭৮ বার পড়া হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তনের দাবি

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নাম প্রস্তাব

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নাম পরিবর্তন করে কৃষি অধিদপ্তর নামকরণের দাবি জানানো হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘কৃষি উন্নয়নের লক্ষ্যে ডিএই পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক সভায় নাম পরিবর্তনের দাবি উপস্থাপন করা হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। তিনি বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাম হওয়ায় আমাদের সম্প্রসারণের মধ্যে আটকে থাকতে হয়। কৃষি অধিদপ্তর নাম হলে কৃষি সেক্টর নিয়ে কাজ করা সহজ হবে।’

banner

প্রবন্ধে জানানো হয়, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে অথচ ফসলি জমি দিনে দিনে কমছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে কৃষি উৎপাদন বাড়ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিক চাষাবাদ, কৃষি উপকরণের যৌক্তিক ব্যবহারের ফলে শাকসবজি, ধান, আলু আমসহ বেশ কিছু কৃষিপণ্য উৎপাদনের দিক থেকে বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ রয়েছে। গবেষণা উদ্ভাবিত সর্বশেষ কৃষি প্রযুক্তি কৃষকের দ্বারপ্রান্তে পৌঁছানোর পাশাপাশি মানসম্মত কৃষিপণ্য সার, বীজ, কীটনাশক, বালাইনাশকের মান নিয়ন্ত্রণ, কৃষিজপণ্য আমদানি-রপ্তানির নীতি নির্ধারণসহ কৃষি উন্নয়ন কর্মকাণ্ডে বিসিএস (কৃষি) ক্যাডার কর্মকর্তা কাজ করছেন।

অনুষ্ঠানে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ড. সাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএইর মহাপরিচালক মো. ছাইফুল আলম, কৃষি ক্যাডারের অবসরপ্রাপ্ত পরিচালক আহম্মেদ আলী চৌধুরী ইকবাল, আহ্বায়ক কমিটির সদস্য ড. মুহাম্মদ মাহবুবুর রশিদ প্রমুখ।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs