সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আটুলিয়ায় কুল চাষিদের নিয়ে কৃষক সংগঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার আটুলিয়া উন্নয়নে অনুষ্ঠিত হলো কুল চাষিদের নিয়ে কৃষক সংগঠন বিষয়ক মতবিনিময় সভা । কৃষি সম্প্রসারণ কৃষি বিপনন অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম , উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , সাতক্ষীরা , সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন , ডেপুটি প্রকল্প পরিচালক, রেইন্স প্রকল্প, ঢাকা ও কৃষক সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম জানান এ উপজেলায় প্রায় ৭০০ জন কৃষক ৪৭০ হেক্টর জমিতে কুল চাষ করেন এবং বছরে গড়ে ৬৩৪৫ মেট্রিক টন কুল উৎপন্ন হয়। প্রতি কেজি গড়ে ৭৫ টাকা দরে বিক্রয় হলেও প্রায় ৪৭৫৮৭৫০০ আয় হয়।
এফও বাংলাদেশ রেইন্স প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট কৃষকদের সংগঠন বিষয়ে প্রকল্পভুক্ত জেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরকে কারিগরি সহায়তা প্রদান করে আসছে।