রংপুর “কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত”
২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার — ঢাকাস্থ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠিত হলো উত্তর বঙ্গের শিক্ষার বাতিঘর কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির ৪০ বছর পূর্তি ও দ্বিবার্ষিক সম্মেলন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: নজরুল ইসলাম।
সমিতির সাধারণ সম্পাদক রাকিবুস সুলতান মানিক তাঁর বক্তব্যে জানান, সমিতির নিজস্ব কার্যালয় এখন ১০৪ দারুস সালাম, মিরপুর রোড, ফ্ল্যাট নং ৪/এ, ঢাকাতে অবস্থিত। অর্থ সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান জানান, সমিতির অর্থায়নে একটি এম্বুলেন্স ক্রয় করা হয়েছে, যা রংপুরে সেবা প্রদান করছে।
প্রায় ৩০০ প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সমিতির পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হয় যেন ভবিষ্যতে আরও সেবামূলক কার্যক্রম পরিচালনায় সকলে পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন।
দিবসটি স্মরণীয় করে রাখতে একটি বিশাল আকৃতির কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
