কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা

দেশেজুড়ে

by protibimbo
০ মন্তব্য ৭৯ বার পড়া হয়েছে

কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

গত ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীদের ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে সকাল থেকেই সড়কের ওপর অবস্থান করছেন এসব কর্মীরা। এতে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হয়েছে। তবে অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে পান্থপথ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আবরোধকারীদের একজন বলেন, ৫ লাখ টাকা দিয়েও আমরা মালয়েশিয়া যেতে পারিনি। বর্তমানে ঋণ করে চলছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। জানুয়ারির মধ্যেই আমাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের দাবিও জানান তিনি।

banner

আন্দোলনে নেতৃত্ব দেয়া মাইন উদ্দীন বাবু গণমাধ্যমকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের আরও কর্মী আসছে। কিছুক্ষণ পর আমরা মূল সড়ক অবরোধ করবো।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs