কামরুন নাহার-এর দুইটি কবিতা

পদ্য সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ১২৬ বার পড়া হয়েছে

১) স্বপ্ন

আমি আকাশ ছুঁতে চেয়েছি
ছুঁতে পারিনি- দুরত্ব বেশি বলে
সাগরে ডুবে যেতে চেয়েছি পারিনি
সাগরের বিশালতা বেশি বলে
আমি নদী হতে চেয়েছি পারিনি
নদীতে এখন আর স্বচ্ছ জল নেই বলে
আমি স্নিগ্ধ স্পর্শ চেয়েছি পাইনি
বিষাক্ত কালো ধোঁয়ায় স্নিগ্ধতা হারিয়েছে
কোলাহল মুক্ত নগরী চেয়েছি
গাড়ির হর্ণের এতো আওয়াজ
এখন কানেও কম শুনি
সদাচারী সদালাপী হতে চেয়েছি
মিথ্যের কাছে এগুলো এখন মুল্যহীন
মানুষকে বিশ্বাস করতে চেয়েছি
বিশ্বাস শব্দটি মানুষ নামক প্রাণী হতে
প্রায় বিলুপ্ত হয়ে গেছে-
বিশ্বাস শব্দের ব্যবহার উৎস
এগুলো সমাজের নেতিবাচক মনোভাব
আমি অল্পে সন্তুষ্ট থাকি বলে
অতি কাছের মানুষটি মাথায় কাঁঠাল ভাঙ্গে
বিলাসিতা নয়, অতি আধুনিক নয়
সাদা মাঠা জীবন নিয়ে থাকতে চেয়েছি
সেখানে দেখি অতি আধুনিকতা ছুঁঁয়েছে
প্রকৃত একজন বন্ধু চেয়েছি
সেখানে দেখি স্বার্থের ছোঁয়া পড়েছে
আমি স্বপ্ন ছুঁতে চেয়েছি
কিন্তু স্বপ্ন আমাকেই ছুয়েছে
আমি ছুঁতে পেয়েছি ভালোবাসা দিয়ে
লিখা কবিতা- কাগজে কলমে
নিজের সুপ্ত চিন্তা চেতনাকে।

 

২) জীবনের সমীকরণ

banner

শুধু আকাশ হতে চেও না
আকাশের প্রেমে শুধু উড়তে শিখবে
প্রেমিক হতে শিখ– নিজের জন্য
প্রেমটা যেন- হয় গাছের মতো
তাই বলি—-
প্রেমিক হও গাছের মতো
শান্ত হও ছায়ার মতো
অপেক্ষায় থাকো বৃষ্টির জন্য
শুধু আকাশ ছুঁতে চেয়ে না
যাতে কেউ আশ্রয় পায়
সেই কাজটা করো
ঠিক গাছের মতো
কাউকে ক্ষতি করে বড় হতে চেয়ো না
মনে রেখো — তুমি
পৃথিবীতে দু’দিনের মেহমান
মৃত্যু তোমার দরজায়
এসে দাড়ালে বলো
ফেরাতে পারবে কি?
পারবে না — তুমি যে দু’দিনের মেহমান
যেভাবেই এসেছো ক্ষণিকের দুনিয়ায়
চলে যাবে ভাবনার অবকাশ পাবেনা
সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নাও
দেখবে জীবন সুখকর গদ্যময়
মানুষের চেহারায় নয়
ব্যবহারের প্রতি যত্নশীল হও
কেননা তোমার আয়োজন ফুরিয়ে যাবে
প্রয়োজন বদলাবে জীবনের রং বদলাবে
প্রয়োজন ফুরালে কেউ পাশে থাকে না
তোমার জীবনের সমীকরণ
হিসেব নিকেশ মিলিয়ে দেখো
জীবন যুদ্ধে তুমি হেরে যাবে
টাকা পয়সার অভাব হবে না তোমার
অভাব হবে সময়ের —
আপনজনেরা তোমাকে সময় দিবে না
তাদের সময়ের অভাব যে,
সেই সময়ের জন্য নিজেকে তৈরি করো
তাহলে থাকবেনা কষ্ট — থাকবেনা
কোন হিসেব নিকেশ —
আর তাতেই ভালো থাকবে
জীবনের সমীকরণটা না –হয়
এভাবেই নাও মিলে।

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs