তুমিও অসীম আকাশ হলে
তসলিমা হাসান
তুমি আমায় সমুদ্র দেখিয়ে বললে
দেখো কত গভীর সমুদ্র,
সমুদ্রের গভীরে তলিয়ে যায় তপ্ত রোদ্দুর।
তুমি আমায় আকাশ দেখিয়ে বললে,
দেখো মস্ত বড় আকাশ,
আকাশের বিশালত্বে হারিয়ে যায় কতশত নক্ষত্র।
আমি একটু হেসে শুধু বললাম
তুমি কি বলতে চাও বলতো?
তুমি ও কি হারিয়ে যাওয়ার উপায় খোঁজছো?
তুমি অবাক চোখে তাকিয়ে বললে,
কেমন করে তুমি বুঝতে পারো বলতো?
তুমি আমার হাত ছেড়ে চলে যাবে
আমার ছায়া থেকে সরে যাবে,
আর ফিরে তাকাবে না
আমাকে মনে রাখবে না,
আড়াল হবে আমার থেকে
আমি বুঝতে পেরেছি সবটা।
কারণ,
চোখের মাঝে তলিয়ে যাবে তপ্ত ভালোবাসা,
সমুদ্রের মাঝে তলিয়ে যায় যেমন তপ্ত রোদ্দুর।
মনের ভিতরে হারিয়ে যাবে মস্ত বড় কষ্টরা,
মস্ত আকাশে যেমন হারিয়ে যায় নক্ষত্ররা।
তুমি না হয় হারিয়ে যাও তোমার ইচ্ছেতে,
আমি না হয় থেকে যাই হারিয়ে যাওয়া তোমাতে।
______________
তসলিমা হাসান
কানাডা, ১৬-০৪-২০২২