কবি হানিফ খান স্মৃতি সংসদ এর উদ্যোগে কবি হানিফ খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত
গত 15 এপ্রিল ২০২৫ সন্ধ্যা ছয়টায় কবি হানিফ খান স্মৃতি সংসদ আয়োজিত বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন তোপখানা রোড ঢাকায়, শিশু সাহিত্যিক মালেক মাহমুদ সভাপতি করেন কবি তৌহিদুল ইসলাম কনক এর পরিচালনা ও উপস্থাপনায় সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ কবি হানিফ খানের বড় ভাই আলোচনা করেন, স্মৃতিকথায় আলোচনা করেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদি,আবৃত্তি শিল্পী ফয়জুল আলম পাপ্পু,
নাট্যকার হাবিবুল্লাহ রিপন, কবি আমিনুল রানা,চিত্রশিল্পী নাসিম আহমেদ
কবি প্রদীপ মিত্র, সাংবাদিক আখতার হোসেন,
লায়ন খান আখতারুজ্জামান, সাংবাদিক আতিক আজিজ, কণ্ঠশিল্পী মাহীন সারোয়ার, কবি রলি আকতার, সাংবাদিক লিজা, কবি গাজী ফারুক, সংগঠক শাহাদাত জয় প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে যেসব সিদ্ধান্ত নেয়া হয়
তাহলেো কবি হানিফ খান সিটি পুরস্কার ২০২৫
পাঁচজনকে প্রদান করা হবে,
কবি হানিফ খান স্মৃতি পাঠাগার গ্রামের বাড়িতে গঠন করা হবে, কবি হানিফ খানের রচনাবলী,
কবি হানিফ খান সাহিত্য উৎসব বাগেরহাটে অনুষ্ঠিত হবে।
এছাড়াও কবি হানিফ খান স্মৃতি সংসদের
কার্যনির্বাহী কমিটি 2025 ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা কবি হানিফ খানের আপন বড় ভাই সাংবাদিক হাফিজুর রহমান হাফিজ।
প্রধান সমন্বয়কারী
শিশু সাহিত্যিক ও কবি
তৌহিদুল ইসলাম কনক
সভাপতি শিশু সাহিত্যিক মালেক মাহমুদ
সিনিয়র সহ-সভাপতি
বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী,
সহসভাপতি
কবি আমিনুল রানা
নাট্যকার হাবিবুল্লাহ রিপন
নাট্যকার শেখ হাসান মহারতি
কবি টিমুনী খান রীনো,
চিত্রশিল্পী নাসিম আহমেদ
সাংবাদিক আখতার হোসেন
সাংবাদিক আতিক আজিজ
সাধারণ সম্পাদক
কবি গিয়াস উদ্দিন চাষা
সাংগঠনিক সম্পাদক
কবি রলি আকতার