আষাঢ়িয়া প্রেম
সেতু নাঈম
তোমায় পড়ছে মনে
আজি এ বাদল দিনে
একলা দাঁড়িয়ে জানালায়;
থাকতে চায় না মনটা ঘরে,
ইচ্ছে করে দেখতে তোমায়
শুধুই প্রাণভরে।
কবে তুমি দেবে সাড়া
মোর ভাবনার আমন্ত্রণে!
হঠাৎ সম্বিৎ ফিরে পাই
যখন আচমকা বিদ্যুৎ চমকায়,
দেখি হাতটা মোর ভিজে গেছে
বাদলের বারিধারায়।
তুমি এসো ওগো ফিরে
মোর ভাবনার জাল ছিড়ে,
তোমার বিরহ আজ আমি
আর সইতে পারি না হায়!
আজ এ ভরা বাদল দিনে
মোর একাকীত্ব নিরসনে,
তুমি ছাড়া নেই যে উপায়।
তাই তোমায় পড়ছে মনে
আজি এ বাদল দিনে
একলা দাঁড়িয়ে জানালায়।।