কবি সাহানা সুলতানা’র কবিতা: বয়স কেবলই সংখ্যা মাত্র

পদ্য সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৯৮ বার পড়া হয়েছে

বয়স কেবলই সংখ্যা মাত্র
সাহানা সুলতানা

বয়স কেবলই সংখ্যা — মাত্র নয়,
বয়স আমাদের বৃদ্ধ হওয়ার পথে নিয়ে যাচ্ছে,
বয়স আমাদের শেখাচ্ছে কিভাবে জীবন চলতে বা চালাতে হয়।
বয়স প্রতিনিয়ত উপহাস করে জানান দিচ্ছে
এক পা, এক পা করে মৃত্যু পথযাত্রী হচ্ছি।

বয়স আমাদের তাচ্ছিল্য করছে,
ঐ যে মেদ জমে বরফের ন্যায় স্তুপ- হচ্ছে স্থানে স্থানে
কপালের ভাজ,কুচকে যাওয়া ত্বক,ঝরে পড়া চুল,।সব কিছু বয়সেরই অনুদান।

বয়স শেখাচ্ছে কিভাবে বয়স লুকাতে হয়,,
পাকা চুলে রং মাখতে শেখায়,
একজন আমি আর একজন তরুণীর মাঝে বিভেদ শেখায়।
লাঠিতে ভর করা ৭০ বছরের বৃদ্ধ কখনোই টগবগে তরুনের ন্যায় উত্তেজিত হতে পারবে না।
বয়স কেবলই একটি সংখ্যা মাত্র নয়,,
বয়সের সাথে বুদ্ধি বাড়ে,আচরণে সাবলীলতা আসে।
কথায় মার্জিত রূপ আসে,
চাইলেই হই হুলোড় করা গেলেও একটা সীমাবদ্ধতা থেকেই যায়।
কোন বয়সে কেমন পোশাক পড়তে হবে সমাজ আমাদের নির্ধারণ করে দেয়।

banner

বয়স একটি সংখ্যা নয়,
চাইলে যে ছেলেটি রোজ একটি গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতো
কাছে গিয়ে বলতে না পারার ব্যর্থতার গ্লানি বহন করা যুবক আজ নিজ জীবনে অনেক এগিয়ে গেছে।
যে প্রেমিককে না পাওয়ার যন্ত্রণায় মৃত্যু বেছে নেয়া প্রেমিকাটি দিব্যি পরের সংসারে সন্তানের সুখ চিন্তায় বিভোর।
ভারী চশমার আরালে নিজের সেদিনের বোকামিতে মিটিমিটি হেসে উড়িয়ে দেয়া রমনী,।
বেকারত্ব ঘুচাতে সেদিন যে যুবকটি সর্বস্ব হারিয়ে প্রবাসী হয়েছিলো, যার কথা কেউ মনে রাখেনি,বেকারত্ব ঘুচলেও যুবকটির আর দেশে ফেরা হয়নি,,,
অথচ বয়স তাকে জানিয়ে দিলো,,,কিভাবে প্রবাসী হয়ে যেতে হয়।
বয়স কেবলই সংখ্যা নয়,
কচুরিপানার মতো বানের জলে ভাসিয়ে নিয়ে যাওয়া এক কল্পকাহিনির নাম বয়স।
ধরা ছোয়ার বাইরে আপন গতিতে চলমান।
ধীরে ধীরে মহাশূন্যের দিকে ধাবিত করছে।
আমরা বয়সের কাছে অসহায়,,তার স্বেচ্ছাচারিতায় আমরা অতীষ্ঠ।
তাই তো আপন মনেই বলে উঠি—
” বয়স কেবলই একটি সংখ্যা মাত্র।। “

সম্পর্কিত খবর

সম্পাদক: আবুল খায়ের (কবি ও কলামিস্ট)।
নির্বাহী সম্পাদক:
বার্তা প্রধান:

অফিস:  বাড়ি ১১, সড়ক ৩, সেক্টর ৬,  উত্তরা, ঢাকা-১২৩০।
যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯
বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯
Email: info@dainikprotibimbo.com khair.hrm@gmail.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs