শ্বাশ্বত পদচিহ্ন।
শেখ মনিরুজ্জামান শাওন।
১.
আমি তোমার বুকে হাত রেখে প্রথম খুঁজেছিলাম
আমার অস্থির হৃৎপিণ্ড!
পৃথিবীর মতো তোমাকে ঘিরেই প্রদক্ষিণ করতো
তীব্রতম নিষিদ্ধ আকাঙ্ক্ষা।
২.
যে সিড়ি বেয়ে সপ্ত আকাশ ছোয়া যায় প্রতিদিন
তুমি তার প্রথম ধাপে দাঁড়িয়ে !
কেন জানি বলেছিলে সেই দিন ?
অপভ্রংশে একটা গোলাপি রাজটিকা একে দিবে
হাতের জাদুতে।
আমি পুরুষ ত্বত্তের উপর ভর করে,
উত্তরে বলে ছিলাম! বিনিময়ে একশত চুমু পাবে।
নাসার বিজ্ঞানীদের মতো উড়ে বেড়াবে,
শূন্য মধ্যাকর্ষনের উদ্যানে, কিৎবা
জেরুজালেমের মেরাজ গমনের পবিত্র স্থান।
৩.
তুমি কাটা সহ গোলাপ ছুড়ে দিলে!
আমি উড়িয়ে দিলাম বিশ্ব জয়ের শুভ্র পাল।
৪.
আমি এ জন্মে পাহাড় ভালোবাসি !
তার পরেও পাহাড়ের বিনিময়ে তোমাকে চাই।
কিন্তু পেতে চাই না অস্থির সফেন সমুদ্রের মতো।
পৃথিবীর সব ব্যর্থ প্রেমের ব্যথা আলিঙ্গন করুক
নব বধূর ঘোমটা খুলে আমার বুক।
আমি হাতের রেখার মতো জীবন্ত কিংবদন্তির রুপ দিবো
সত্যকে প্রতিষ্ঠা করে নক্ষত্রের ওষ্ঠে।
৫.
আমি নরকে পাড়ি জমাই স্বর্গকে উপেক্ষা করে ।
সেইখানে নাকি ঈশ্বর শ্বাশ্বত পদচিহ্ন রেখে গেছে
ক্ষুদার্ত মানুষকে ভালোবেসে!
তারিখ: ০১/০১/২০২৫ ইং ।