পরিফুষ্ট বিব্রতবোধ
শাহ সাবরিনা মোয়াজ্জেম
দুনিয়ার বিচিত্রতার দ্বারে বসে
প্রতিকারবিহীন দিন বেজায় ক্লান্ত!
দুর্ভেদ্য আড়ালে একাকি ধান শালিক।
তার স্বাদ সম্প শরীর মন আজ উদাসে হাসে
—————বেজোড় সঙ্গমে!
অভ্রে বরণ করা কালিম্পং তেল চিটচিটে বালিশের আড়ালে মুখ ঢাকে বেওয়ারিশ
————টোকাই! বিস্ময়ের ব্যাপার শুধু
এক-ই সামিয়ানায় খৈল খেলে কথিত
—————-মাতা পিতা! মাঝখানে ছিঁড়ে ফুঁটো
মশারীর হাজার তালির আলিঙ্গন—।
নেমতন্ন ব্যাকুলতায় দ্বগ্ধ—বৈকালিক সন্ধ্যা।
গীত মুখরতায়—আয়েশি মেঘ আকাশে।
সু-সজ্জিত রণতরি কোন তিমিরের ছা’য়ে
———— ভিড়াবে পরিফুষ্ট বিব্রতবোধ!
ফাগুনে ঘুম কাতর হয়নি–শুধু হয়েছে
—— উপলগ্ন উদাস্যে!
ভ্রু-কুটির ধার ক-জন ধারে?
খেয়ালে চলেছে নিবিড় অবহেলা
—– আর যযাতির ত্রাসে একঘেয়েমির ধূম্রজাল আর কলাপাতায় মোড়ানো জোলাপ খোলা
———এক-ই শুন্যাতায় নাড়ে আড়াআড়ি করে।
সব ফুৎকারে উড়িয়ে দাও দিলখোলা অরণ্যে
শুধু যন্ত্রণার দায়ভারটুকু থাক আবীর মাখা
————কাস্মীরী ইন্দ্রজিৎতের কাঠিন্যে!