তিন ফলের ছায়াপথ
শাহীন ওমর
তিন ফল—
কেটে ধরলেই উন্মোচিত হয়
নক্ষত্রখচিত অন্তরাল।
অসংখ্য ক্ষুদ্র দানা
ঝিলমিল করে আকাশভরা গ্রহের মতো,
প্রত্যেকটি নিঃশব্দে বহন করে
একটি গোপন মহাবিশ্ব।
এর গড়ন অবিকল গোল নয়,
না পৃথিবীর মতো বৃত্তাকার,
বরং অনন্য বাঁক ও ভাঁজে
সৃষ্টি করেছে নিজস্ব আকাশরেখা।
মনে হয়—
এ যেন অনাবিষ্কৃত ছায়াপথ,
যেখানে জীবন আর রহস্য
মিশে আছে অদৃশ্য স্রোতে।
কোরআনের আশীর্বাদে দ্যুতিময় এই ফল
শরীরের শিরা উপশিরায় বয়ে আনে সুস্থতা,
মন ও আত্মাকে ভরিয়ে তোলে আলোর প্রতিশ্রুতি।
যেন করুণার দিগন্ত
ক্ষুদ্র বীজে বুনে দিয়েছে
অসীম উপকারের বিস্তার।
তিন ফল তাই কেবল ফল নয়—
হাতে ধরা এক মহাজাগতিক কবিতা,
যেখানে ক্ষুদ্রতার ভেতরেই
লুকিয়ে আছে সীমাহীন মহিমা,
এবং মানুষের কল্যাণের
চিরন্তন আকাশ।