নিঃশব্দের চিঠি
রোখসানা ইয়াসমিন মণি
আমার দৃষ্টি প্রতিটি মৃত্যুর দিকে
তুমি কি সেখানে নিঃশব্দের চিঠি পেলে?
আমি তো আছি অপেক্ষার অন্ধকারে
তুমি কি সেখানে কান্না ঠেলে দিলে?
তুমি ছিলে, স্মৃতিমুগ্ধ আলোর পাড়ে
আমি তো কেবল অচেনারই এক গান
নিজেকে ফেলেনি চেনা কোন সংলাপে,
তাইতো খু্ঁজিনি কোথায় রেখেছি প্রাণ!
আমাকে রেখেছো অচেনা কালের ঘরে
যেখানে অশ্রু জমে বেদনার হাড়গোড়ে
তোমার প্রেমের কাছে শব্দেরা সব মিথ্যে,
পরাজিত আমি, পারিনি প্রেমে জিততে।