কবি মো. ওসমান গনি’র কবিতা: কবিতা প্রেমিকা

সাহিত্য

by protibimbo
০ মন্তব্য ৯০ বার পড়া হয়েছে

কবিতা প্রেমিকা
মো. ওসমান গনি

প্রেমিকাকে আল্লাদ করে কবিতা ডাকি
সুনিপুণ আঙ্গুলে একটা একটা করে পৃষ্ঠা উল্টাই
কখনো সশব্দে কখনোবা সন্তর্পণে
কবিতার প্রতিটি শব্দে ময়ূরের নৃত্য রাগিণী
শ্রাবণের বৃষ্টির মতো ছন্দময়
প্রেমিকার নিতম্বে দোলে সমুদ্র জলতরঙ্গ
নাভীমূলে দ্বাদশী জোছনা মেদুর
এলো চুলে পাহাড়ি ঝরনা- কালবৈশাখী ঝড়
গ্রীবাদেশে কাঞ্চনজঙ্ঘার আলো বিচ্ছুরণ
প্রেমিকার সুডৌল স্তনের ভাঁজে সুগন্ধি গোলাপ
মৃগনাভি-কস্তরী জলের বিছানা
নাকে জমে শিশিরের জল
চোখে রামধনু আকাশ- মায়া হরিণী
হাসিতে গোলাপ ঝরে-রক্তজবা
দু ঠোঁটে অমৃত শরাব
প্রেমিকার পায়েলের শব্দে বুকে বৃষ্টি নামে
ঝড় বহে-বিজলী চমকায়
জোছনা ভালো লাগে না, বৃষ্টি ভালো লাগে না
শ্রাবণের কদম- হাসনা হেনা
পাখির গান, শিশিরের জল সব কিছুতেই প্রেমিকা খুঁজি
খুঁজতে খুঁজতে কবিতা ভুলে যাই, শব্দ ভুলে যাই
নিজেকেই ভুলে যাই অবলীলায়-
প্রেমিকা আর কবিতা এক নয়
কবিতার গাঁথুনি শব্দ-ছন্দে, মাত্রা- লয়ে
আর প্রেমিকা? শরীরে-শরীরে জলমৈথুনে।

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs