পাপের শহর
মোঃ ওসমান গনি
পাপের শহরে তুমি আমি অচেনা
এখানে কুকুরে কুকুরের মাংস খায়
মানুষ মানুষের
কে কুকুর, কে-বা মানুষ তা কেবলই শব্দের শ্রেণিবিন্যাস
কুকুরের মুখে জলাতঙ্কের লালা
মানুষের মুখে হিংসা
ওরা মুখোশ পরে রংতুলির
মুখোশে মুখোমুখি।
এখানে শকুনের ডানায় ওড়ে বিপন্ন বিকেল
বিভীষিকাময় কালোছায়া
এখানে আমি তুমি আগুন্তকঃ সহজ পদ্যের দিশারি
এক টাকায় রুটি কেনা দুটাকায় সুখ
কে আমি কে তুমি এ রক্তের শহরে বিমুখ
এখানে শরীর কেনা-বেচা জলফলের মতো
মন বিকিয়ে যায় হাওয়াই মেঠাইয়ে
বৃদ্ধ কি-বা শিশু।
এ শহরে দেবতা থাকে না, এখানে আসে না যিশু
এ আকাশে চাঁদ নেই আছে শকুনের দল
এখানে সত্যের মৃত্যু, মিথ্যার ঢল
এ এক অদ্ভুত মায়াবী পাপের শহর
মানুষহীন বর্ণমালা- অমানিশি ঘোর
এখানে শিয়াল-কুকুরের মিছিলে স্তব্ধ রাজপথ
মাছির ভনভনানি-কাকেদের জয়গান ভাসে
এখানে শকুনেরা পাখা মেলে জোছনার আকাশে।
