কবি মোহাম্মদ শফিউল্লাহ মিয়াভাই-এর কবিতা: বিদ্রোহী কবি

কবিতা

by protibimbo
০ মন্তব্য ১০৫ বার পড়া হয়েছে

বিদ্রোহী কবি
মোহাম্মদ শফিউল্লাহ মিয়াভাই

বাংলার মানুষের প্রিয় কবি কাজী নজরুল।
স্মরণীয়-বরণীয় হয়েছিলে তুমি কবিতা লিখে।
তোমার লেখা কবিতা গল্প উপন্যাস পড়ে,
কবি-সাহিত্যিকগণ সাহিত্য চর্চা করতে শিখে।

যখন মানুষ শোষণের শাসনে ছিল নির্বাক,
তোমার কবিতার ভাষায় অত্যাচারী হতবাক।
তুমি ছিলে প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে জিহাদ,
তোমার লেখার বজ্র ধ্বনিতে বিশ্ববাসী অবাক।

দুখু মিয়া নাম তোমার চুরুলিয়ায় তোমার বাড়ি,
জাতীয় কবি উপাধি পেয়েছে সাহিত্য চর্চা করি।
তোমার প্রতিভা ও গুণের ছিলনা কোন অভাব,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল তোমার স্বভাব।

banner

তুমি গীতিকার সাহিত্যিক উপন্যাসিক সৈনিক কবি,
একই অঙ্গে এত রূপ তুমি কত প্রতিভার অধিকারী।
তোমার লেখায় ছিল ব্রিটিশবিরোধী সমন জারি,
অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠত তোমার তরবারি।

দারিদ্রতার কষাঘাতে দমাতে পারেনি তোমায়,
তুমি সংগ্রামী তুমি সাম্যের তুমি বিদ্রোহী কবি।
তোমার কবিতায় তোমার লেখা উপন্যাসের বাণী,
ফুটে উঠেছিল নির্যাতিত বঞ্চিত মানুষের প্রতিচ্ছবি।

তুমি চিরদিন বেঁচে থাকবে যতদিন পৃথিবীর রবে,
ইতিহাসের পাতায় সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হয়ে।
তোমার লেখা অগ্নিবীণা দোলনচাঁপা বিষের বাঁশি,
সাহিত্যিক প্রেমিক মনে হাসে সুর লহরীর হাঁসি।

তোমার জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি,
সৃষ্টির মাঝে থাকবে তুমি আমরা যাবনা ভুলি।
পর জনমে সুখে থেকো শান্তিতে থেকো প্রিয় কবি,
আমরা তোমার জন্য দোয়া করি প্রাণ খুলি।

মোহাম্মদ শফিউল্লাহ
সেনবাগ নোয়াখালী

সম্পর্কিত খবর

সম্পাদক ও প্রকাশক : আবুল খায়ের 

নির্বাহী সম্পাদক: 
বার্তা প্রধান:

অফিস: বাড়ি ০৭, সড়ক ১৪/সি, সেক্টর ৪,

উত্তরা, ঢাকা-১২৩০।

যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯

বিজ্ঞাপন: ০১৮২৬৩৯৫৫৪৯

Email: khair.hrm@gmail.com

info@dainikprotibimbo.com

protibimboprokash.com

Facebook

©2025 Dainik Protibimbo – All Right Reserved. Designed and Developed by Bangla Webs