দূর হও
– মোস. সুমাইয়া
রক্তাক্ত জীর্ণ এ হৃদয়
মোহে আটক হবার তীব্র ভয়।
শীঘ্রই দূর হও!
কনিকা দূরত্বও রবে যদ্দিন,
আমি থাকবো দুর্দম, দুর্জয়।
এ গোলাপকে হেলিয়ে মাধবীলতা বানাবার
জাদু আছেই বা কার?
নাকি সাহস আছে দুঃখ ভোলাবার?
নাকি সমাপ্তি মিলবে-
কোনো মানবের তরে আমার এই হাহাকার?
আমাতে বরং আমি থাকি,
তুমি তো সেই তোমার।
ডরাই
– মোস. সুমাইয়া
যেই হতাশা অস্বীকার করি
তা আমার ভেতর আমার অন্তরালেই।
সুন্দর যা কিছু অগ্রাহ্য করি তা আসলে চেয়েছিলাম সুদীর্ঘ অপেক্ষা করে, তবু পাইনি কোনো কালেই।
সেই অপ্রাপ্তিকে লজ্জায় মিথ্যা ঘোষণা করি।
আপন ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, ব্যর্থতা লুকিয়ে
শক্তিশালী, সেরা ব্যক্তির বেশভূষা ধরি।
“আমি দুঃখী নই, সুখী মানুষ
বোকা নই, চালাক মানুষ”
নিজেকে মুখস্ত করাই
কিন্তু জনসমাগমে উল্টা বলি।
নিজের পতন, নির্বুদ্ধিতা, পুরাতন মানুষের আঘাতকে যে ডরাই!
আমি আপন ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে,
সেরা ব্যক্তির বেশভূষা ধরে
মহান হওয়ার গুজব ছড়াই।
আমি নিজের পতন খুব ডরাই।