পানি
মুহাম্মদ আনোয়ার হোসাইন
পানি স্রষ্টার পক্ষ থেকে নেয়ামত
জীবন ধারণে পানির প্রয়োজন সতত,
অতিরিক্ত পানি ব্যবহার করা অনুচিত
প্রয়োজনীয় পানি ব্যবহার করা সমুচিত,
পিপাসিতকে পানি পান করানো উত্তম
পানিতে ডুবন্তকে উদ্ধার করা সর্বোত্তম,
সুন্নাত ও বিজ্ঞানের গবেষনাধর্মী আশ্বাসে
পানি খাবেন বসে তিন নিঃস্বাসে,
পানি ব্যতীত অসম্ভব জীবন ধারণ
পানিকে সম্ভবপর গুরুত্ব দিন আমরণ,
পানি পৃথিবীর পবিত্রতার অন্যতম প্রতীক
যা শরীর মন রাখে ঠিক,
পানির একটা অংশের রয়েছে মিষ্টতা
অপর অংশে রয়েছে সম্পূর্ণ লবনাক্ততা,
পানি প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ আয়না
পানি ছাড়া জীবন চলে না,
সাগর মহাসাগরের যাবতীয় গোপন কাহিনী
ফোঁটা পানিতেই প্রতিয়মান সব সম্মোহনী,
কিছুই নেই পানির চেয়ে নমনীয়
তথাপিও সব-ই প্রতিরোধ করে অভাবনীয়,
ভালোবাসা ছাড়া বেঁচে থাকা সম্ভব
পানি ছাড়া বেঁচে থাকা অসম্ভব,
পানি হচ্ছে জীবনের ম্যাট্রিক্স মাতৃত্ব
জীবন অনর্থক অসম্ভব পানি ব্যতীত,
পানি হলো এই পৃথিবীর আত্মা
পানিময় পৃথিবী হলো মানুষের সত্তা,
পৃথিবীর প্রথম ও প্রয়োজনীয় খাবার
একমাত্র পানিই হচ্ছে সবার উপর,
পৃথিবীর তিনভাগ পানি বা জল
বাকি একভাগ মাটি বা স্থল,
মরুভূমিতে বসবাস করছে যে-সব প্রাণ
তারাই বোঝে পানি অমূল্য অসাধারণ,
পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রধান খাবার
পানিই হচ্ছে অপূর্ব অসাধারণ অপার,
খাবার না খেয়ে থাকা যায়
পানি না খেয়ে থাকা দায়,
এক ফোঁটা নাপাক পানি থেকে
সৃষ্টি হয়েছে মানুষ ধরণীর বুকে।