৮৯
ভালোবাসা
মল্লিকা বড়ুয়া
আরও পড়ুন
ভালোবাসা মানে তোমার
আমার অলিখিত পদাবলি।
ভালোবাসা মানে সুখস্বপ্ন
দুঃখ জলাঞ্জলি।
ভালোবাসা মানে পাশাপাশি বসা
ভাষাহীন দুই মুখ।
ভালোবাসা মানে সারাটা জীবন
কেঁদে ভাসানো বুক।
আরও পড়ুন
- বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন-এর কবিতা: অনন্ত শ্রাবণ।
- না ফেরার দেশে নির্বাসিত কবি দাউদ হায়দার
- আসছে শিগগির … কবি ও গল্পকার তাহমিনা আক্তার’র সাড়া জাগানো গল্পগ্রন্থ : ভালোবাসার টানাপোড়ন
- আমেরিকা প্রবাসী কবি যুথী কাজী’র কবিতা: মন ময়ুরী
- কবি খায়রুল ইসলাম মামুন-এর কবিতা: অন্তর্যামী
- আসছে শিগগির … কবি সিকানদার কবীর’র সাড়া জাগানো কাব্যগ্রন্থ : তবু মিছিলে পা ফেলি