কবি নুসরাত হাশেমীর “কবিতা ও একটি নক্ষত্র” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হলো গ্রন্থ উন্মোচন মঞ্চে।
গতকাল সন্ধ্যায় অমর একুশে বইমেলা-২০২৫ এর গ্রন্থ উন্মোচন মঞ্চে “কবিতা ও একটি নক্ষত্র” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। আরো উপস্থিত ছিলেন কবি শেখ মনিরুজ্জামান (শাওন), কবি আব্দুল্লাহ আল মামুন, কবি ইফফাত জাহান চৌধুরী, কবি সুমাইয়া, প্রতিবিম্ব প্রকাশের সত্ত্বাধিকারী কবি ও কলামিস্ট আবুল খায়ের।
বইমেলায়: ৬১৬ এবং ৬১৭ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়াও বইটি রকমারিসহ দেশের সকল অভিজাত বই বিপণিতে পাওয়া যাবে।
সৃজনশীল লেখকের ঠিকানা:
________
প্রতিবিম্ব প্রকাশ
অফিস/শো-রুম:
বাড়ি ১১, সড়ক ০৩, সেক্টর ৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: info@protibimboprokash.com
পেইজ: প্রতিবিম্ব প্রকাশ-protibimboprokash
ওয়েব: www.protibimboprokash.com
ওয়েব: www.dainikprotibimbo.com