নরসিংদীর কবি জাকির মুরাদ-এর ৫১তম জন্মবার্ষিকী পালিত।
বিগত ১৫ জুন ২০২৫ নরসিংদীর শীতলক্ষ্যা রিভার ভিউ পার্কে রবিবার দুপুরে ফুলেল শুভেচছা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করেন, কবির স্কুল ও কলেজ জীবন বন্ধুরা।
এতে সভাপতিত্ব করেন : হাজ্বী জাহিদ, সভাপতি পলাশ থানা প্রেসক্লাব।
প্রধান অতিথি : এ বি এম আজরাফ টিপু।
প্রকাশক ও সম্পাদক সাপ্তাহিক চেতনা পত্রিকা, নরসিংদী ও সিইও চেতনা টিভি।
বিশেষ অতিথি ছিলেন: নাক কান গলা বিশেষজ্ঞ, ডাক্তার রফিকুল ইসলাম, পিজি হাসপাতাল ঢাকা।
মোঃ শামসুল হক সরকার। ব্যবস্থাপনা পরিচালক শীতলক্ষ্যা রিভারভিউ পার্ক।
ডেন্টাল ডাক্তার, জনাব কামাল, প্রফেসর জনাব মেজবাহ।
কবির স্কুল জীবনের বন্ধুবান্ধব সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।