৩৭
কবি ও মানবিক দায়
শুক্কুর চৌধুরী
কবিরা মুলতঃ শব্দের চাষী
শব্দের বুননে ফলায় কবিতা বারোমাসী,
লিখে যায় প্রেম ভালোবাসা আবেগিক অনুভব
সমাজ সভ্যতা, বৈষম্য অসঙ্গতি, দ্রৌহ বিদ্রোহ বিপ্লব
যখন চারিদিকে অযাচার অনাচার শোক মৃত্যুর উৎসব
সেই ক্ষণে সত্যান্ন্যেষী কবিরা ককনো থাকে নাই নিরব!
চলছে বৈরী সময় বিশ্বজনীন ক্রান্তিকাল
উন্নতি প্রগতি ছাড়িয়ে অনিয়ম দূর্ণীতিতে নাকাল,
সর্বত্র দৃব্যমূল্য লাগামছাড়া বিশ্বযুদ্ধের পায়তারা
মোড়ল ক্ষমতাধরদের মধ্যে দখল ও শক্তির মহড়া।
মুখোশপরা আমাদের নাগরিক জীবন
নীতিহীন রাজনীতির মতোই সাহিত্যের উঠোন,
সর্বত্রই মেধাহীন চাটুকারদের দৌরাত্য আস্ফালন
নিবেদিতপ্রাণ সাহিত্যসেবী গর্তজীবি ক্ষয়িষ্ণু সন্মান।
সাহিত্য সংগঠনের নামে রমরমা বানিজ্য চলমান
টাকা দিয়ে সনদ ক্রেষ্ট এবং মিলে অতিথির আসন,
তথাকথিত গুণীজনদের নামে যত্তোসব কুৎসা রটনা
ভাঙ্গিবেনা পাষাণের ঘুম, কখনো কি পরিবর্তন হবে না।
তারচেয়ে সেই ভালো নীরবে চলুক সাহিত্য সাধনা
সুস্থতায় সৃজনশীলতায় বহতা স্রোত পাবে মোহনা।
কবিরা কবিতায় খুঁজে স্বপ্নীল আশ্রয়
লিখে যায় সত্য সুন্দর ও মানবিক ভাবনায়,
বিশ্বাস করে মানুষের মুক্তি ঈশ্বরের অনুকম্পায়
মানবের জন্ম প্রভূর প্রেম ভালোবাসা দয়া কৃপায়।