আজ ইকবাল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
আমি সবার কাছে দোয়া চাই ।
দুটি বছর কেমন করে যে কেটে গেলো, ভাবতেও পারি না। গত দুবছর আগে এক বিকেলে ও চলে গিয়েছিল আমাকে একা ফেলে । রোদ তখন মরে গিয়েছিল; তবে সোনালি আভা পুরোপুরি মিলিয়ে যায়নি তখনও। মাইকেল গ্যারন হসপিটালের একটি কক্ষে দ্রুত দখল নিয়েছিল অন্ধকার। ফসফরাসজ্বলা চাঁদের আলোতে ঢাকা অন্তহীন মহাসমুদ্রের শান্তির জীবন সেদিনই ইতি টেনেছিল। এক সমুদ্র জল আমার চোখের পানিতে আজও প্রতিদিন ভাসে ওকে হারানোর ব্যথায় ।
আমার বন্ধু, আমার স্বামী কবি ও গল্পকার ইকবাল হাসান ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করে ॥ ওকে নিবেদিত একটি কবিতা ॥
সেদিনের বিকেলটি ছিল দীর্ঘ; প্রলম্বিত বিকেল গড়িয়ে আলো-আঁধারির
গলি পেরিয়ে কখন যে নীলবর্ণ অন্ধকার নেমে এসেছিল
আজ আর কিছুতেই মনে করতে পারি না!
মনে পড়ে তোমার, সেই বিকেলটার কথা…
যে বিকেলে চারিদিক থেকে কী প্রবল ছায়া নেমে এলো, তোমার শরীরে?
আমার সমস্ত মনটা তখন আলো-ছায়া, ছায়া-আলো, আলো-আলো
আর ছায়া-ছায়া ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল সেই বিলাপের বিকেলবেলায়।
ছায়া… কী ভীষণ ছায়া…
অথচ, এই শহরে তুমিই ছিলে ছায়ার শরীর ; বৃক্ষ হয়ে ছায়া ছড়িয়েছো
কী দীর্ঘ সেইসব ছায়া…
কী নাম দেবো ওই বৃক্ষের?
বটবৃক্ষ?
দুপুর গড়ানো বিকেলের মতো দীর্ঘ হতো তোমার ছায়া…
তুমি দীর্ঘদেহী ছিলে;
আজ, সেই বিকেল সাত শত তিরিশটি বিকেলের সীমানা অতিক্রম করে
তোমার কবিতা আর গল্পের মতো দীর্ঘ থেকে অধিকতর দীর্ঘ হতে চলেছে…
টের পাও তুমি, ইকবাল হাসান?
তসলিমা হাসান
টরন্টো
১২/৪/২০২৫