ডেড ব্রেইন
এম এ ওয়াজেদ
আমাদের আশাবাদী কল্পনাগুলো অমার্জিত ছলনার জালে
দ্রুতগামী উল্কাবেশে ক্ষুধার্ত জানোয়ারের মতো ছুটে চলে
যে জীবন রপ্ত করেছে প্রেতবিদ্যার ধোঁকাবাজি ট্যানট্রাম
আরো রপ্ত করেছে অন্ধকারের সামন্ততান্ত্রিক আত্নসাত
খোদার কসম এই বিশ্বের একগাদা থুথু-
কবিদের অভিনন্দিত জিহ্বায় শুধু তার জন্য জমা রেখেছি
যে জীবন ভুলে গেছে মর্ত্যলোকের পাপমুক্তির ইবাদত
ভুলে গেছে আকাঙ্ক্ষিত শুভবোধের স্বর্ণমণ্ডিত পুষ্প-সার
ইতরতার নির্লজ্জ শাপগ্ৰস্ত সৌষ্ঠবহীন উদ্ধত অশ্লীলতা
খেয়ে ফেলে ভাঙারি ব্যবসায়ী সোহাগের শ্রমদগ্ধ তাজারক্ত
হিংস্রঝড়ের ওয়ার্ম ইটিং টাইটানিক ভালচারগুলো
আমাদের অসুস্থ ভূগোলের সাক্ষাৎ যেনো ওআরিড্ ওয়েল
যে সাইনিং স্টারগুলো ডার্কনেটে নতুন প্রভাত আনবে বলে
হাতে তুলে নিয়েছিলো সৌন্দর্যবোধের সুরভিত লাইটার
” মেধা না কোটা ” অথবা নিঃশঙ্ক ” আপোষ না সংগ্ৰাম ”
ইন্টারমিক্স স্লোগানের প্রবল ঘূর্ণিঝড়ের ইন্টেলিজেন্টসিয়া
গ্যাসট্রোনোমিক জঞ্জালের মিউজিক্যাল গারগ্যানট্যুয়ান
দখল করেছে আমাদের পুষ্পোত্থিত অস্তিত্ববাদী রক্তসিঁড়ি
যে শকুনিক চাহনি ভুলে গেছে আবু সাঈদের রক্তপোষ্টার
ভুলে গেছে শহীদ মুগ্ধর প্রাণসঞ্চারী ” পানি লাগবে পানি ”
অথবা শহীদ আনাসের ভয়শূন্য ” মা আমি যুদ্ধে যাচ্ছি ”
শিশু আহাদের রক্ত-মুখচ্ছবির বিজয়মালিকার পুষ্পহাসি
হে ফেডারেল ধ্বংসবাদিতার জ্বরাক্রান্ত ডেড ব্রেইন-
আমরাই ভেঙে ফেলবো পতনপ্রবণতার ফ্যানাটিসিজম