প্রতিবিম্ব সাহিত্য পরিষদ ও প্রতিবিম্ব প্রকাশ-এর উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টায়, প্রতিবিম্ব প্রকাশ এর উত্তরার অফিসে অনুষ্ঠিত হয়েছে কবি ও অ্যাডভোকেট মনিরুজ্জামান (শাওন)-এর জন্মদিনের অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন: বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি মনিরুল ইসলাম, কবি সাঈদা আজিজ চৌধুরী, চলচিত্র পরিচালক ও গীতিকার হাবিবুর রহমান, কবি রকিব লিখন, কবি নুরুল হক, কবি হারুনুর রশিদ, সংগীতশিল্পী ইফ্ফাত আরাসহ আরো অনেক কবি, লেখক, গুণীজন এবং কবির বন্ধুরা।
অনুষ্ঠান: সঞ্চালনায়: আবুল খায়ের (স্বত্বাধিকারী: প্রতিবিম্ব প্রকাশ এবং প্রতিষ্ঠাতা: প্রতিবিম্ব সাহিত্য পরিষদ)