চাঁদের হাসি
এবিএম খায়রুল আমিন
বৃষ্টিস্নাত জোছনা রাতে
আকাশ ভরা তারার মেলায়
পূর্ণিমার ওই চাঁদের সাথে
হারিয়ে গেলাম গল্প কথায় ।
চাঁদটা আমায় বললো হেসে –
মনটা এমন গোমড়া কেন
একটু হাসো আমার সাথে ।
অবাক আমি তাকিয়ে দেখি
চাঁদের হাসি তারার হাসি
আকাশজুড়ে সব একাকার ।
চাঁদটা আরো বললো আমায় –
ভাবনাগুলো মুছে ফেলে
সমূখপানে এগিয়ে চলো
হতাশার ওই মেঘ কাটিয়ে
আলোর ভূবন উঠবে হেসে ।
আশায় আমি বুক বেঁধেছি
প্রাণ খুলে তাই হাসতে চাই
চাঁদের হাসি ।